লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত ৭ বছরের এক বাচ্চার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের তত্ত্বাবধানে আজ রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত ৭ বছরের এক বাচ্চার হার্নিয়া অপারেশন সুসম্পন্ন করেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোবাশ্বের রাজিব ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. শাকিলা আকতার।
অপারেশন টিমে আরও ছিলেন সিনিয়র স্টাফ নার্স রুমি আকতার, ঝর্ণা আকতার, ওয়ার্ড বয় কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ দৈনিক আজাদীকে বলেন, আগে থেকেই আমাদের হাসপাতালে বড়দের হার্নিয়া, এপেন্ডিসাইটিসসহ আরও বিভিন্ন ধরনের অপারেশন চালু থাকলেও কোন বাচ্চা শিশুর ক্ষেত্রে এটি প্রথম হার্নিয়া অপারেশন।
বড়দের বেলায় সমস্যা না হলেও শিশুদের অপারেশন প্রক্রিয়া কিছুটা জটিল, আজকের এই সফলতার কারণে আমাদের সার্জারি টিমের আত্মবিশ্বাস বাড়বে।