লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনীতে মহাসড়ক ৬ লেন দাবি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ at ১১:৩৯ অপরাহ্ণ

দীর্ঘ ১৫ বছর পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি জুলাই বিপ্লবে শহীদদের তাজা রক্ত ও আহতদের ত্যাগের বিনিময়ে। এই ঈদে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশনা ছিলো “আমরা শহীদদের পরিবারে যাবো এবং আহতদের সাথে সাক্ষাত করবো।”

যার নজির তিনি নিজেই স্থাপন করেছেন ঈদের সালাত আদায়ের পর শহীদ মীর মুগ্ধের পরিবারের সাথে সাক্ষাত করে। সরকারের কাছে শহীদ পরিবার ও আহতদের জন্য স্থায়ী ভাতা চালুর দাবী করছি।

পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি ৬ লাইনে উন্নীতকরণ এবং লবণের গাড়ি স্থলপথ দিয়ে না নিয়ে নৌপথে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি । সম্প্রতি এই সড়কে জাঙ্গালিয়া এলাকায় পৃথক ৩ টি দুর্ঘটনায় ১৫ জন নিহত অন্তত ৩০ জন আহত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান বলেন এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবাহ জুলাই বিপ্লবে ছাত্রদের বিভিন্ন অবদান ও কীভাবে আন্দোলন পরিচালনা করা হয় তার ইতিবৃত্ত তুলে ধরেন এবং জামায়াতে ইসলামীকে আরো অনেক বেশি দাওয়াতী কাজ ও সামাজিক কাজ করার অনুরোধ জানান।

৩ রা এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান’র সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, উপজেলা সহ-সেক্রেটারী অধ্যাপক আবু তাহের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহির মুহাম্মদ শামসুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক জিল্লুর রহমান ও লোহাগাড়া মধ্যম থানা শাখার সভাপতি তাসদিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড: মাওলানা মাহমুদুল হক ওসমানী, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান নুরুল আবছার, ছৈয়দ আব্দুল কাইয়ুম, মাওলানা আহমদ ছফা ফারুকী প্রমূখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে কক্সবাজার ছয় লাইনের সড়ক চাই
পরবর্তী নিবন্ধচার লেন নয়, ছয় লেনের মহাসড়ক চাই- নাজমুল মোস্তফা আমিন