লোহাগাড়া সড়ক দুর্ঘটনা : নিহত ১০ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে

লোহাগাড়া, চট্টগ্রাম | বুধবার , ২ এপ্রিল, ২০২৫ at ৭:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের সাথে দুটি মাইক্রোবাসের মুখোমুিখ সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, আরও ২ জনের অবস্থা আশংকাজনক।

২ এপ্রিল (বুধবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেলে ও বাকিদের পরিচয় পাওয়া যায়নি, যাদের পরিচয় পাওয়া গেছে ১/ দীলিপ বিশ্বাস২/ সাধনা বিশ্বাস, ৩/ সাধনা আরদা বিশ্বাস, তারা সকলেই জিনাইদহ জেলার শৈলকোপা থানার শাকপাড়া বাউলিয়া এলাকার বাসিন্দা, বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এস আই ও ঘটনার তদন্ত কর্মকর্তা মতিন।

প্রত্যক্ষদর্শী নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা সোহাগ মিয়া বলেন, চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেশ ক’বার গাড়ীচালক গাড়ী থামানোর চেষ্টা করে। বিপরীত দিক থেকে আসা কক্সবাজার অভিমূখী মাইক্রোবাসের সাথে মূহুর্তের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের ৭ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ৬জন। স্থানীয়রা জানান, গাড়ির তুলনায় রাস্তা সরু, ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে নিরাপদ বেবস্থা নেই এবং লবনবাহী গাড়ি থেকে পানি নিসৃত হয়ে সড়ক পিচ্চিল হয়ে যায। যার কারনে বার বার এ সড়কে দূর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দূর্ঘটনাস্হল থেকে ৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের ২জন নারী, ১জন শিশু ও ৪জন পুরুষ। হতাহতদের মধ্যে অন্তত ৬জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্হায় আরো ৩জন সহ মোট ১০ নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

প্রসঙ্গত, একই স্থানে একই সময় ঈদের দিন সোমবার দু’টো বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়। ১ এপ্রিল মঙ্গলবার একই স্থানে দু’টো মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়, সব মিলিয়ে ৩ দিনে একই এলাকা চুনতি জাঙ্গালিয়ায় নিহতের সংখ্যা ১৫ জন। দ্রুত সময়ে মহাসড়কটি ৪ লেনে উন্নিত করে নিরাপদ সড়কের দাবী জানান সচেতন মহল, অন্যতায় কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বিক্ষুব্ধ জনতা।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ২ জন
পরবর্তী নিবন্ধনিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ এবং আহত পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা ফারুক ই আজমের