লোহাগাড়া মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ২ জন

এখন পর্যন্ত প্রাণ গেল ১০ জনের

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২ এপ্রিল, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের সাথে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েেছে ১০ জনে। এ ঘটনায় আরও ২ জনের অবস্থা সংকটাপন্ন।

২ এপ্রিল (বুধবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ৭ জন মারা যায় এবং ৪ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় এই ঘটনায় ভর্তি ৪ জনের মধ্যে ২ জন মারা গেছে। বাকী আরও ২ জনের অবস্থা আশংকামুক্ত নয় এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এখনো পর্যন্ত নিহত এবং আহদের কারও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তারা সকলে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টীম এখনো ঘটনাস্থলেই রয়েছে।

উল্লেখ্য, ঈদের সকালে একইস্থানে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, ঈদের দ্বিতীয় দিনেও একই এলাকায় চুনতি জাঙ্গালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ২ টি গাড়ি খাদে পড়ে যায়। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিন পর্যন্ত একই এলাকায় ১৫ জনের প্রাণহানি হয়েছে।

ঝুঁকিপূর্ণ বাঁক, গাড়ির তুলনায় রাস্তা সরু এবং লবণ বাহীর নির্গত পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে এসব দুর্ঘটনা হচ্ছে বলে স্থানীয়রা বলছেন। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার সহাসড়ক চার লেনে সম্প্রসারণের দাবী করছেন সচেতন মহল।

পূর্ববর্তী নিবন্ধঈদের তৃতীয় দিনেও দুই গাড়ির সংঘর্ষে লোহাগাড়ায় ৭ জন নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়া সড়ক দুর্ঘটনা : নিহত ১০ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে