লোহাগাড়া থানা হেফাজত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১৬ দিন পর সাইফুল ইসলাম সজিবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে সাইফুলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামি বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন থানা হেফাজত থেকে আসামি সাইফুল কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় একইদিন লোহাগাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছিল।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধএবার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট