লোহাগাড়া চুনতিতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ১১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে সংরক্ষিত বনের জায়গায় ১০টি পানের বরজ আংশিক ধ্বংস এবং বিবিধ অপরাধে দুজনকে অর্থদন্ড দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার(৬ মে) দিনব্যাপি এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল।

এ সময় সাতগড় বন বিটের লাম্বাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপিত পানবরজ আংশিক ধ্বংস করে সতর্ক করা হয় এবং বরজের মালিকদের বরজ সরানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়।
লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে পাহাড় কাটায় জড়িতদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে যায়। এছাড়া চুনতির মুন্সেফ বাজারে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় বনবিভাগসহ সমন্বিত অভিযান করা হয়, ১০টি পানের বরজ আংশিক ধ্বংস করা হয়, পাহাড় কাটা ও মাটি খেকোদের বাড়িতে তল্লাশি করেও তাদেরকে পাওয়া যায়নি। সরকারি সম্পদ রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল প্রাণ কোম্পানির বিক্রয়কর্মীর
পরবর্তী নিবন্ধপাহাড় কাটার দায়ে লামায় রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা