লোহাগাড়া ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে আহত ২৫

আজাদী ডেস্ক | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক চাপায় শাহিনুল ইসলাম শোয়াইব (২৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া হাটহাজারীতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ ওসমান গনি (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, ওভারটেক করতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় শাহিনুল ইসলাম শোয়াইবের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত শোয়াইব উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর আধুনগর বেপারী পাড়ার নাজিম উদ্দিনের পুত্র ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাথেও জড়িতে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বাইকচালক মোহাম্মদ তারেক (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাঙ্গিয়া আলুরঘাট এলাকার মো. ইদ্রিসের পুত্র।

প্রত্যক্ষদশীরা জানান, ঘটনাস্থলে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত টেক্সির সাথে বাইকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন শোয়াইব ও তারেক। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে মাথা থেঁতলে শোয়াইব ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তারা দুজন ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশন থেকে বাইকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গতকাল জানাজা শেষে শোয়াইবকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশস্থ নতুন রাস্তার মাতা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গনির মৃত্যু হয়েছে। মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ শফিউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য লোকমান হাকিম জানান, ওসমান গণি চাঁন্দগাও থানাধীন উত্তর মোহরার তাজ মাঝির বাড়ির মরহুম আবুল কাশেম সওদাগরের পুত্র। তিনি নজুমিয়াহাটস্থ শেখ মার্কেটের ‘আজওয়া ফাস্ট এন্ড টেস্টি’ নামক প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মো. ওসমান গণির মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ওসমান গণি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী লেনে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে থাকা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক, চালকের সহকারীসহ অন্তত ২৫ জন বাস যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতীন্দ্রলাল ত্রিপুরা বলেন, দুর্ঘটনাকবলিত বাসের স্টিয়ারিংসহ সামনের অংশের নিচে চাপা পড়েন চালক খোকন। ভারী যন্ত্র দিয়ে লোহা কেটে খোকনকে উদ্ধার করা হয়। চালক খোকনের দুই পায়ের একাধিক স্থানে ভেঙে যায়।

বাসযাত্রী আব্দুল আউয়াল বলেন, বাসের পিছন দিকে আমার সিট ছিল। হঠাৎ পরপর দুটি বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পিছন দিকের কয়েকজন যাত্রী ছাড়া বাসের প্রায় সব যাত্রী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর উদ্দিন বলেন, দুর্ঘটনায় ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির একটি বাস পিছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ১ টাকা
পরবর্তী নিবন্ধ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি