চতুর্থ পর্যায়ে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার (৪ জুন) সকাল দুপুর থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়।
জানা যায়, লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭১টি। প্রায় সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন। ভোট কক্ষের সংখ্যা ৫৮১টি। এরমধ্যে স্থায়ী ৫৪৭টি ও অস্থায়ী ৩৪টি।
বড়হাতিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৭১টি, ভোটার ২৮ হাজার ৮৮২ জন, পুরুষ ১৫ হাজার ৬৬৮ জন ও মহিলা ১৩ হাজার ২৪১ জন। আমিরাবাদ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৮৪টি, ভোটার ৩২ হাজার ৭৪৭ জন, পুরুষ ১৭ হাজার ৩৬২ জন ও মহিলা ১৫ হাজার ৩৮৫ জন। পদুয়া ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৮৩টি, ভোটার ৩১ হাজার ১৭০, পুরুষ ১৬ হাজার ৯৩৭ জন ও মহিলা ১৪ হাজার ২৩৩ জন। লোহাগাড়া সদর ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৬৮টি, ভোটার ২৬ হাজার ৪২১ জন, পুরুষ ১৪ হাজার ৩১২ জন ও মহিলা ১২ হাজার ১০৯ জন। কলাউজান ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৬৪টি, ভোটার ২৫ হাজার ৫১৯ জন, পুরুষ ১৩ হাজার ৫১৫ জন ও মহিলা ১২ হাজার ৪ জন। পুটিবিলা ইউনিয়নে ভোট কেন্দ্র ৭টি, ভোট কক্ষ ৪৬টি, ভোটার ১৮ হাজার ৫৮০ জন, পুরুষ ৯ হাজার ৮৫৫ জন ও মহিলা ৮ হাজার ৭২৫ জন। আধুনগর ইউনিয়নে ভোট কেন্দ্র ৬টি, ভোট কক্ষ ৪৭টি, ভোটার ১৮ হাজার ১৭৯ জন, পুরুষ ৯ হাজার ৬৮৪ জন ও মহিলা ৮ হাজার ৪৯৫ জন। চুনতি ইউনিয়নে ভোট কেন্দ্র ৭টি, ভোট কক্ষ ৬৫টি, ভোটার ২৪ হাজার ৮৮৭ জন, পুরুষ ১৩ হাজার ৪৩৪ জন ও মহিলা ১১ হাজার ৪৫৩ জন। চরম্বা ইউনিয়নে ভোট কেন্দ্র ৬টি, ভোট কক্ষ ৫৩টি, ভোটার ২০ হাজার ২০৫ জন, পুরুষ ১০ হাজার ৭৩৩ জন ও মহিলা ৯ হাজার ৪৭২ জন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে উৎসব উৎসব ভাব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে দিয়ে ভোটাাধিকার প্রয়োগ করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে আমরা মাঠে কঠোর অবস্থানে রয়েছি। প্রতিটি কেন্দ্রে থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছে। কেন্দ্র দখলের কোন সুযোগ নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি ও র্যাব দায়িত্বপালন করবে। নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী (আনারস), সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ (মোটরসাইকেল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তার (ফুটবল) ও জেসমিন আকতার (কলস)। ভাইস চেয়ারম্যান পদে মো. জমিল উদ্দীন (টিউবওয়েল), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) ও ফরহাদুল ইসলাম (তালা)।