লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল হক চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আলহাজ্ব নুরুল হক চৌধুরী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিনের সিকদার পাড়া গ্রামের মরহুম ফয়েজ উল্লাহ আমিনের সন্তান। তিনি লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুকালে নুরুল হক চৌধুরী পাঁচ ছেলে, চার মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে কলাউজান সিকদার পাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়।