লোহাগাড়া আ. লীগ সভাপতি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমিদার পাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ একই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর পুত্র ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত ৩টি মামলায় খোরশেদ আলম চৌধুরী এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে জুলাইআগস্টে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। মঙ্গলবার (আজ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসিআরবির পাহাড় থেকে অস্ত্রসহ ৫ ডাকাত আটক