লোহাগাড়ায় একই স্থানে পর পর তিন সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হয়েছেন। দুমড়ে–মুচড়ে যায় উভয় গাড়ির সম্মুখভাগ। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী আরেকটি মাইক্রোবাসকে একইমুখী যাত্রীবাহী বাস পেছনে ধাক্কা দেয়। এরপর চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে শেষের দুই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনার পর এসব গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে চুনতি বাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা গুরুতর না।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ম্যাজিক গাড়ি ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত অন্য গাড়িগুলো ঘটনাস্থলে পাওয়া যায়নি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।