লোহাগাড়ার কলাউজানে ধর্ম সম্মেলন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে ধর্ম সম্মেলন গত ১১ ফেব্রুয়ারি কলাউজান মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দাশের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শংকর কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, সুখময় চক্রবর্তী, রিমন কান্তি মুহুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপিকা কৃষ্ণা দাশ, কবি ও প্রাবন্ধিক উত্তম চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন, টিটো দাশ। বক্তব্য দেন, ধূজ্জটি প্রসাদ দাশ, প্রশান্ত দাশ, পবন চৌধুরী, পার্থ সারথী দাশ যিশু, রতন কান্তি দাশ টুকুল, শিক্ষক অরুণ কান্তি দাশ, বিশ্বনাথ সেন বাসু, তরুণ কান্তি দাশ নেহেরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যময়ী একাডেমি ও সুরানন্দ সংগীত জগতের সনদ প্রদান
পরবর্তী নিবন্ধদেয়াঙ পাহাড়ে ‘মা-মারিয়ার তীর্থোৎসব’