লোহাগাড়ায় গত সাত মাসে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫৭১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র–গুলিসহ বিপুল পরিমাণ মাদক।
থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে চলতি এপ্রিল পর্যন্ত নিয়মিত মামলায় মাদক ব্যবসায়ীসহ ১৫৮ জন, পরোয়ানাভুক্ত সিআর মামলায় ৪৭ জন, শোন এরেস্ট ১ জন, কার্যবিধি আইনের ৫৪ ধারায় ১ জন, পরোয়ানাভুক্ত জিআর মামলায় ২০ জন, নিয়মিত মামলায় তদন্তে সন্দিগ্ধ ১১৮ জন, পরোয়ানাভুক্ত সিআর সাজাপ্রাপ্ত ৯ জন, নিয়মিত মামলায় এজাহারনামীয় ১২৪ জন, কার্যবিধি আইনের ১৫১ ধারায় ৮৯ জন, পরোয়ানাভুক্ত জিআর সাজাপ্রাপ্ত ৩ জন ও মাদক সেবন মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া উদ্ধার করা হয়েছে ৫টি অস্ত্র, ১১৪ রাউন্ড কার্তুজ–গুলি ও ১৭টি ধারালো অস্ত্র। এরমধ্যে রয়েছে ১টি শটগান, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি কাটা রাইফেল, ১টি গ্যাসগান, ১টি এয়ারগান, ৩৭ রাউন্ড কার্তুজ, ৬০ রাউন্ড গুলি, ১৭ রাউন্ড গ্যাসগানের সেল, ৮টি রামদা, ১টি কিরিচ ও ৮টি ছোরা।
অপরদিকে, গত সাত মাসে ১১৮ মাদক মামলায় ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ১ হাজার ৬৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৬ লিটার ৭৫০ গ্রাম চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ ও ৬৭ কেজি ৬১৬ গ্রাম গাজা। এরমধ্যে রয়েছে অক্টোবরে ৮০ পিস ইয়াবা ও ২ লিটার ৭৫ গ্রাম চোলাইমদসহ ২ মামলায় গ্রেপ্তার ৭ আসামি। নভেম্বর ২৯ হাজার ৯৭ পিস ইয়াবা, ১৫৮ লিটার ৫০ গ্রাম চোলাইমদ, ৬ কেজি ৬১৬ গ্রাম গাজাসহ ২১ মামলায় গ্রেপ্তার ৩০ আসামি। ডিসেম্বরে ১৩ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ লিটার চোলাই মদ, ৬ বোতল বিদেশী মদ, ১ কেজি গাজারসহ ১৭ মামলায় গ্রেপ্তার ২১ আসামি। জানুয়ারিতে ৪৬ হাজার ২৩০ পিস ইয়াবা, সাড়ে ৭ লিটার চোলাইমদসহ ১৩ মামলায় গ্রেপ্তার ১৮ আসামি। ফেব্রুয়ারিতে ৫ হাজার পিস ইয়াবা, ৩ লিটার চোলাইমদসহ ৬ মামলায় গ্রেপ্তার ৫ আসামি। মার্চে ৩৮ হাজার ৩৯৫ পিস ইয়াবা, ৪০ লিটার চোলাইমদসহ ৩৯ মামলায় গ্রেপ্তার ৫০ আসামি। এপ্রিলে ৬৮ হাজার ৮৯৬ পিস ইয়াবাসহ ২০ মামলায় গ্রেপ্তার ২৭ আসামি।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, মাদক, সন্ত্রাস, চুরি–ডাকাতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
গত সাত মাসে ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে ৫৭১ জন আসামি গ্রেপ্তার করেছি। বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। এসব অভিযান এলাকাবাসীর সহযোগিতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। লোহাগাড়ায় কোনো অপরাধী গোষ্ঠীকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। আমাদের অভিযান চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে।