চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে চারটি অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছে পদুয়া বনবিভাগ।
১৮ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলার পদুয়া ঠাকুরদীঘি এলাকায় বনবিভাগের এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ।
বনবিভাগ সূত্র জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ৪টি করাতকল স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিলো। বুধবার এ চারটি করাতকলে অভিযান চালিয়ে ব্যবহৃত মেশিন জব্দ এবং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ দৈনিক আজাদীকে বলেন, অভিযান পরিচালনাকালে করাতকলের মালিকপক্ষ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই উক্ত করাতকলগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এছাড়া করাতকলের মালিক পক্ষের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।