লোহাগাড়া–সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুসহ ২৪৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর হোসেন সিকদারপাড়ার আবুল হাসেমের পুত্র মো. ফারুকুল ইসলাম (৩৬) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এ সময় আসামিরা দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের তাড়ানোর জন্য অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর ও বিভাষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে। এতে কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।