লোহাগাড়ায় ১১ তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ১০:৪০ অপরাহ্ণ

লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ মো. বিল্লাল (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবু পলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।

পুলিশ জানায়, ওই পাচারকারী যাত্রীবাহী বাসে করে ব্যাগের ভেতর লুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রাপ্তবয়স্ক ১১টি তক্ষক উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া তক্ষকগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সেগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৫ নেতাকর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ঘরের সেপটিক ট্যাংকে মিলল গৃহকর্তার লাশ