লোহাগাড়ায় ১১৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করল এসজেডএইচএম ট্রাস্ট

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (.)-এর ১১৯তম ওরশ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) বৃত্তি তহবিল আয়োজিত দ্বিতীয় পর্যায়ে লোহাগাড়ার মোট ১১৮ জন দরিদ্র মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে ৪ লাখ ৫৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত হয়। আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চবি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

এতে আরো উপস্থিত ছিলেন বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ, লোহাগাড়াসাতকানিয়া উপজেলার সমন্বয়কারী এবং বিভিন্ন শাখার সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জামায়াতের পরিকল্পনা অনুষ্ঠান, সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির দোয়া মাহফিল