লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক মো. ফৌজুল
কবির ফজলুকে নবঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে সদস্য মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অদ্য ১৫ মে বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবি রেস্টুরেন্ট চত্বর থেকে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়।
এটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আহমদুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মহান, বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন ইমন, উপজেলা ছাত্রদল নেতা তানভীর জিহান, মো. মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, সায়মুন সেলিম, মো. আবু হানিফ, মো. ইসমাইল, মো. তৌহিদ, আবদুল লতিফ, মো. আনোয়ার, মো. রিদুয়ান, মো. শাহজাহান, খানে আলম অভি, আবদুস সবুর, আবু সাঈম, বদরুল আলম, মো. লোকমান, মো. জিহান, মো. সরওয়ার, মো. আলিফ, মো. আকিব, আবদুল কুদ্দুস রানা, ছাত্রদল নেতা মো. খোরশেদ, নিয়ামত উল্লাহ, মো. আরমান, মো. মিনহাজ, মো. তামিম, মো. দায়েদ প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু একজন আদর্শবান সংগঠক। তিনি দীর্ঘ সময় ধরে দলের জন্য ক্লান্তিহীন কঠোর পরিশ্রম করে গেছেন। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার কারাবরণ ও আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। তাকে একের পর এক গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বহুবার। তারপরেও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি কখনও। দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা ও তৃণমূল থেকে উঠে আসা উদীয়মান নেতাকে নবঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য মনোনীত করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।