লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে খোরশেদ আলম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খোরশেদ আলম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলকনি পাড়ার নুরুল ইসলাম নুনুর পুত্র ও ২ সন্তানের জনক।
জানা যায়, গত রোববার বিকেলে একই ইউনিয়নের কালোয়ার পাড়ায় আবদুল মান্নানের বসতঘরে গ্যাস লিকেজ ঠিক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় খোরশেদ আলমসহ ৪ জন দগ্ধ হন। আগুনে দগ্ধ অন্যরা হলেন আবদুল মান্নানের স্ত্রী রিজু আরা বেগম (৫৫), কন্যা কহিনুর আক্তার (৩৬), নাতনী আলিশা আক্তার (৮)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল জানান, নিহত খোরশেদ আলম কালোয়ার পাড়ায় একটি কুলিং কর্নারের ব্যবসা করতেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। দগ্ধ অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।