লোহাগাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীশিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ায় এই ঘটনা ঘটে। আহতহরা হলেন ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী রিজু আরা বেগম (৫৫), কন্যা কহিনুর আক্তার (৩৬), নাতনী আলিশা () ও প্রতিবেশী খোরশেদ আলম (২৯)

ক্ষতিগ্রস্ত পরিবারের মো. সোহেল জানান, কয়েকদিন আগে স্থানীয় এক দোকান থেকে বসতঘরে রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে নেন।

গতকাল সকাল থেকে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হবার বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশী খোরশেদকে ডেকে নিয়ে যান। তিনি গ্যাস লিকেজ বন্ধ করে চুলা জ্বালানোর সাথে সাথে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে সকলে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। খোরশেদকে অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকদের জানায়। তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি শান্তিরহাটে আগুনে পুড়ল আট দোকান