লোহাগাড়ার কলাউজানে দৈনিক পূর্বকোণের সহ–সম্পাদক ওমর ফারুক মাসুম ও শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদের ওপর ফ্যাসিস্ট সরকারের দোসর ইউপি সদস্য হাবিবুর রহমানের সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কলাউজান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রপ্রতিনিধি হুমায়ন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া–লোহাগাড়ার সমন্বয়ক তামিম মির্জা, লোহাগাড়া প্রেস ক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ, হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম, ব্যবসায়ী এম ওসমান ফারুক, নুরুল আলম চৌধুরী নুরু ও হাফেজ শওকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার পালালেও তার লালিত সন্ত্রাসীরা এখনো গুপ্ত হামলায় সক্রিয়। সেই ফ্যাসিস্ট সরকারের দোসররাই সাংবাদিক ও ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাই প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই–আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে আইনের আওতায় আনুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদের ওপর ইউপি সদস্য হাবিবের নেতৃত্বে সশস্ত্র হামলা করা হয়।