লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড মৌলভী পাড়ার সৈয়দ আহমদের ছেলে।পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন নিয়ে একটি বাইক কক্সবাজার মুখী বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রলির নিচে পড়ে যায়, এসময় ঘাতক ট্রলি চালক গ্রামীণ সড়ক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিহত রেজাউল করিমের ছোট ভাই মুবিনুল করিম জানান, সকালে আমাদের এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নেবার জন্য আমরা ৩ ভাই সাতকানিয়ার বাঁজালিয়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলাম।
লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় পৌছালে কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলীর ধাক্কায় বড় ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্য এবং দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম মরদেহ উদ্ধার করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, উক্ত ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রলীকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পিত্রালয়ে গলায় ফাঁস লাগিয়ে বিবাহিত মেয়ের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়ম