চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাক্রোবাসের সংঘর্ষে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া আরাধ্য বিশ্বাস নামের কন্যা শিশুটির পরিচয় পাওয়া যায়নি। শিশুটি শুধু নিজের ও বাবার নাম দীলিপ বিশ্বস বলতে পারছে।
কন্যা শিশু আরাধ্যার পরিবারের খোঁজ পেতে সবাই সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
আজ সকালে লোহাগাড়া সড়ক দুর্ঘটনায় আহত আরাধ্য বিশ্বাস নামে কন্যা শিশু টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ইউরো ওয়ার্ডে ভর্তি আছে।মাথায় আঘাত পাওয়া এই শিশু টি হাসপাতালের বেডে শুয়ে শুধু কাঁদছে। শিশুটির পরিচয় শনাক্তে পরিবারে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন চমেকের চিকিৎসকরা।
আজ বুধবার (২ এপ্রিল) ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা।
চমেক হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। এখন তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।