চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান উদ্দীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার গুনু মিয়ার পুত্র।
জানা যায়, মোহাম্মদ রায়হান উদ্দিন ও তার ভাই পারভেজ সহ ১৪ জন বন্ধু মিলে একটি মাইক্রোবাস যোগে গতকাল শুক্রবারে সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের গাড়িটি লোহাগাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের অর্ধেক অংশ দুমডে–মুচড়ে যায়। এ সময় রায়হান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ভাই পারভেজ সহ আরো ৬ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের পরিবার জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।