লোহাগাড়ার আমিরাবাদে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি সাইরার পাড়ার আবু তাহেরের পুত্র। ব্যক্তি জীবনে তিনি ৪ সন্তানের জনক ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। গতকাল রোববার বিকেলে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের চাচাতো ভাই শফিকুর রহমান জানান, গত ১০ নভেম্বর রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নাছির উদ্দিন গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর তার আর জ্ঞান ফিরেনি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি । গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।











