লোহাগাড়ার আমিরাবাদে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজঘাট ব্রিজ সন্নিহিত দক্ষিণ পাশে পুরাতন সড়কের উপর এই নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন দোকানঘরের পেছনে স্থানীয় গোলাম নবী হাজির পাড়া জামে মসজিদের নামে জায়গা রয়েছে। সেখানে গাড়ি রাখার একটি গ্যারেজ নির্মাণ করা হয়। গ্যারেজে আসা লোকজনের বসা ও খাওয়া–দাওয়ার জন্য সওজের জায়গা দখল করে প্রভাব খাটিয়ে দোকানঘরটি নির্মাণ করছেন স্থানীয় একটি মহল। এছাড়া মসজিদের আয় বাড়ানোর জন্য সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা কতটুকু যুক্তিসংগত তা নিয়ে এলাকায় চলছে কানাঘুষা।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন দোকানঘরটি পুরোটাই পুরাতন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপর। ওই সময় কয়েকজন নির্মাণ শ্রমিককে কাজে ব্যস্ত দেখা যায়। ইতোমধ্যে দোকানঘরের ৩ দিকে দেয়াল নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে নির্মাণ কাজ তদারকী দায়িত্বে থাকা কয়েকজন লোক এগিয়ে এসে বুঝানোর চেষ্টা করেন মসজিদের আয় বাড়ানোর জন্য দোকানঘরটি নির্মাণ করা হচ্ছে।
নির্মাণ কাজ তদরকির দায়িত্বে থাকা আবদুর রহমান নামে একজন জানান, নির্মাণাধীন দোকানের পেছনে মসজিদের জায়গায় একটি গাড়ি রাখার গ্যারেজ রয়েছে। সেখানে আসা লোকজনের সুবিধার্থে এই দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দোকানঘর থেকে যা আয় হবে তাও মসজিদের ফান্ডে যাবে। তবে দোকানঘরটি সওজের জায়গার উপর নির্মিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সওজের লোকজন আসলে এটি যাত্রী ছাউনি নির্মিত করা হচ্ছে এমনটি বলবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, সওজের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়নি। সরেজমিনে পরিদর্শন করে সওজের জায়গায় দোকানঘর নির্মাণ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণের অনুমতি নেই বলেও জানান তিনি।











