লোহাগাড়ায় শিশুকে যৌন হেনস্তার ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম একই এলাকার আব্দুস ছালামের পুত্র।
জানা যায়, গত ১১ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের এক ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পণ্য কেনার অভিনয়ে কর্মরত এক শিশুকে যৌন হেনস্তা করা হয়। গত ১৯ মার্চ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাকে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনারও দাবি জানান তারা। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে সেই যৌন হেনস্তাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে সেই যৌন হেনস্তাকারী ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। রোববার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।