লোহাগাড়ায় শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের ১ম শহীদ ওয়াসিম ও ইশমামের স্মৃতি ধরে রাখতে নাজমুল মোস্তফা আমিনের উদ্যোগ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১:৪০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ১ম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার শহীদ ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২০৯৭ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মুহাম্মদ হাসান, শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম, চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম,ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক এবং ইশমামের মা শাহেদা বেগম।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ১ম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে শহীদদের স্মৃতিকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম ও ইশমামের পরিবারকে অভ্যর্থনা ও শ্রদ্ধা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধফয়’স লেক এলাকার হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪৩
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন