লোহাগাড়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে ফের পিটিয়ে মারা হলো অজগর

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:১৯ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে ফের পিটিয়ে মারা হলো একটি অজগর সাপকে। শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় এই সাপকে মারল স্থানীয়রা।

জানা যায়, বিলে সাপটির দেখতে পান স্থানীয়রা। পরে রাসেলস্ ভাইপার মনে করে আতংকিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয় সাপটিকে। এই নিয়ে এলাকায় আতংক সৃষ্টি হয়। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মূলত: এটি একটি ইন্ডিয়ান প্রজাতির অজগর।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জাননন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এই প্রজাতির অজগর আছে। হয়তো খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে। এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসড়কে দাঁড়িয়ে থাকা চারটি গাড়িকে বাসের ধাক্কা, হাটহাজারীতে আহত ১৫
পরবর্তী নিবন্ধঅবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে চন্দনাইশে অভিযান, জরিমানা