লোহাগাড়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো অজগর

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২১ জুন, ২০২৪ at ১১:৪৯ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে রাসেলস্ ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো একটি অজগর সাপকে। শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে ইউনিয়নের ডেপুটি পাড়ায় এই সাপকে মারল এলাকাবাসী।

জানা যায়, লোকালয়ে সাপটির দেখা মেলে। পরে রাসেলস্ ভাইপার মনে করে আতংকিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে স্থানীয়রা মেরে ফেলে সাপটিকে। এই নিয়ে এলাকায় আতংক সৃষ্টি হয়। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মূলত: এটি একটি বার্মিস গোলবাহার প্রজাতির অজগর।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রাসেলস্ ভাইপার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন সাপকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। লোকালয়ে সাপ দেখলে আতংকিত না হয়ে বনবিভাগে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী ঘুরতে গিয়ে স্ট্রোকে মারা গেলেন কর্ণফুলীর যুবক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা