চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নাজিম উদ্দীন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (০৫ জুলাই) দিবাগত রাত ১:৩০ টার সময় লোহাগাড়া উপজেলার আওতাধীন আমিরাবাদ ইউনিয়নের মা মনি হাসপাতালের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার সময় তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার কেউছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াপাড়ার কালিমুল্লাহ’র পুত্র।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ধৃত আসামি ইয়াবা টঢাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিল, সামরিক গোয়েন্দার এমন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৫) কে তার কোমড়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে লোহাগাড়া ও সাতকানিয়া আর্মি ক্যাম্প এবং সাতকানিয়া থানা পুলিশসহ আটককৃত আসামীর নিজ গৃহে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে অধিকতর তল্লাশীর পরেও কোন প্রকার মাদক দ্রব্য পাওয়া যায়নি। পরে ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মো: তফিকুল আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রজ্জু করা হয়েছে, ৬ জুলাই সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাঁকে আদালতে প্রেরন করা হয়েছে।