লোহাগাড়ায় মোবাইলের দোকানে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় হুজ্জাত টেলিকম নামে এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে (সিসিটিভি ক্যামেরার সর্বশেষ নোটিফিকেশন মতে) উপজেলা সদর বটতলী স্টেশনের এমওয়াই শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানির নাম আজম খান (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আশকর আলী পাড়ার আব্দুল মন্নানের পুত্র। এই ঘটনায় একইদিন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাত ১০টার দিকে আজম খান দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে এসে দেখতে পান দোকানে গ্রিলের ছিটকিনি ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান দোকানের সব মালামাল এলোমেলো অবস্থায়। চোরেরা দোকানে রক্ষিত নগদ টাকা, ৫৩টি মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্যাসিফিক জিন্সের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরণ