লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক নিপীড়ন

অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগে মুহাম্মদ বেলাল উদ্দিন (৩০) নামে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় আবাসিক হোটেলের এক কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ভিকটিম শিশুটিকে। গ্রেপ্তার বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া থানার বারবাকিয়া ইউনিয়নের শিলখালী সবুজ পাড়ার নুরুল আলমের পুত্র ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামারদিঘীর পাড়স্থ মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক।

পুলিশ জানায়, নিপীড়নের শিকার শিশুটি মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার ছাত্র। গত শুক্রবার শিশুটি মাদ্রাসা থেকে পাশের মসজিদে জুমার নামাজ আদায় করতে আসে। এ সময় শিশুটিকে তার মা এসেছে বলে ছলচাতুরী করে পূর্ব পরিকল্পিতভাবে জোরপূর্বক অপহরণের পর অজ্ঞাতস্থানে নিয়ে যায় শিক্ষক বেলাল উদ্দিন। পরে শিশুর পিতা থানায় বিষয়টি অবগত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বেলালকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে অহপরণ করে হোটেলের কক্ষে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা কথা স্বীকার করেছেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেয় ওই শিক্ষক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার শারীরিক নিপীড়ন করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। একইদিন অভিযুক্ত শিক্ষক বেলাল উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বাইপাসে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর
পরবর্তী নিবন্ধছাত্রলীগের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করলে একই পরিণতি বরণ করতে হবে