লোহাগাড়ায় মাটি খেকোদের বিরুদ্ধে রাতব্যাপী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ৪টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে অভিযানকালে ছিলেন সেনাবাহিনী, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।
অভিযানে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকায় এরশাদ হোসেনকে ২ লাখ টাকা, পদুয়ায় জুনাইদকে ৫০ হাজার টাকা ও আমিরাবাদে আবদুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে রাজঘাটা ও পদুয়া এলাকা থেকে মাটি পরিবহনের ডাম্পট্রাক এবং গাছের গাড়ি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, রাতে উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমির টপসয়েল ও পাহাড়–টিলা কাটার খবর পাওয়া যায়। তারই প্রেক্ষিতে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ মাটি খেকোকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ৪টি ডাম্পট্রাক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা প্রশাসন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে নিয়ে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল, পাহাড়–টিলা কাটা ও বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।