লোহাগাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১৯ অপরাহ্ণ

সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় মুজিবুর রহমানের নামের ভাতিজার লাঠির আঘাতে চাচা মোহাম্মদুল হকের (৬৩) মৃত্যু হয়েছে। এসময় মিশকাত হোসেন (১৬) নামের নিহতের স্কুলপড়ুয়া এক ছেলেও আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদুল আলী সিকদার পাড়ার চান মিয়ার পুত্র ও পেশায় কৃষক ছিলেন। অপরদিকে অভিযুক্ত মুজিবুর তারই ভাই মোস্তাফিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদুলের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাতিজা মুজিবুরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে বিরোধীয় জমিতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় একপর্যায়ে মুজিবুর মোটা লাঠি দিয়ে চাচা মোহাম্মদুলের শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। এতে মোহাম্মদুলের শরীরে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী চৌধুরী বলেন, মাহমুদুল হকের সঙ্গে জায়গা নিয়ে তাঁর ভাতিজাদের বিরোধ ছিল। সকালে কৃষক মাহমুদুল হক আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে অতর্কিতভাবে মাহমুদুল হকের ওপর হামলা চালান। হামলায় মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাওসার সোলতানা দৈনিক আজাদীকে বলেন, সকাল আনুমানিক ১১টার দিকে মাহমুদুল হক নামের ওই ব্যাক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅরাজকতা রোধে হাটহাজারীতে শিক্ষার্থীদের মানববন্ধন