দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ার আমিরাবাদে ব্রিজের গোড়ায় মাটি ধসে সৃষ্টি হওয়া গর্তের সংস্কার কাজ শুরু করা হয়েছে। গতকাল বুধবার থেকে এই সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবু হানিফ।
জানা যায়, গত বর্ষা মৌসুমে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় টংকাবতী খালে পানির স্রোতে ব্রিজের কোণায় মাটি ধসে গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত গর্ত ভরাটের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। যার ফলে দীর্ঘদিন যাবত সড়কের পাশ দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া আগামী বর্ষার আগে গর্তটি ভরাট না করলে মহাসড়ক ধস ও ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশংকাও করা হয়েছিল। উল্লেখ্য, গত ২৫ মে (শনিবার) ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক/ লোহাগাড়ায় ব্রিজের গোড়ায় মাটি ধস’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজাদী।