লোহাগাড়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ঢেউটিন বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কবির আহমদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, রিটন বড়ুয়া রোনা, শাহাবুদ্দিন, আমিন শরীফ ও আবদুল কুদ্দুছ প্রমুখ। চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ কর্মীরা সবসময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজে এম সেন হলে চিকিৎসা সেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধটেকনাফে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত