লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা সদর বটতলী স্টেশনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জুবায়ের হুসেন, এইচ এম তামিম ও মো. জুনাইদ।
এসময় তারা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিল তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগের মন্ত্রী–এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম–খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে।
অবস্থান কর্মসূচির পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকা থেকে শুরু হয়ে বটতলী স্টেশনে এসে শেষ হয়।