লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ১৮ দোকান

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৫:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে আগুন নেভাতে এসে স্থানীয়দের রোষাণলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছাতে দেরি করার কারণে স্থানীয় লোকজন তাদের উপর চড়াও হয়। পরে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওখানকার ১৮টি দোকান।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি খালেকীয়া দরবার শরীফ স্টেশন এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহজাহান দৈনিক আজাদীকে বলেন, ভোর আনুমানিক ৫টার দিকে মার্কেটে আগুন জ্বলতে দেখে আমরা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নেভাতে ছুটে যাই।

আগুনে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি যাতে ব্যাবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারে নাহলে তাদের পথে বসতে হবে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, মো. তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মো. আনোয়ার, মো. সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মো. রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মো. কুতুব উদ্দীন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রুবেল আলম দৈনিক আজাদীকে বলেন, ৯৯৯ এর কল এর মাধ্যমে ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে পারি। এর পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করতে গেলে স্থানীয় কিছু লোক ফায়ার ফাইটারদের উপর চড়াও হয়।

এতে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করছি, কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। জানতে চাইলে তিনি দৈনিক আজাদীকে বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি সদস্যকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার জন্য আবেদন করতে বলেছি, ব্যাবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ সহযোগিতার ব্যাবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধচাচার খুনের প্রতিশোধ নিলো ভাতিজা, কক্সবাজারে টিপু হত্যার ঘটনায় গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধলামায় ৭ তামাক চাষিকে অপহরণ