লোহাগাড়ায় বেপরোয়া বাইকের গতি কেড়ে নিল যুবকের প্রাণ

| মঙ্গলবার , ১ এপ্রিল, ২০২৫ at ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ায় বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ লা এপ্রিল) মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার সময় বড়হাতিয়া শাহ জব্বারিয় সড়কের আল আকসা কমিউনিটি সেন্টার সংলগ্ন আবুল খায়ের ব্রিজের উপর এই ঘটনা ঘটে। নিহত অনিক বড়হাতিয়া ৩নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান। তিনি বলেন, নিহত অনিক আমার প্রতিবেশী। সে সেনের হাট বাজার থেকে ঘরে ফিরছিল। বাইকের গতি বেশি ছিল এবং সামনে হঠাৎ ব্যাটারিচালিত টমটম চলে আসে। এতে সে ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারের সাথে ধাক্কা লেগে নিছে পড়ে যায়। উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ঘাতক মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বিষয়ে তদন্তকারী অফিসার এসআই গৌবিন্দ জানান, লাশের সুরতহাল চলমান। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নতুন শাড়িতে রান্না করতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধএক রাতের ব্যবধানে চুনতি জাঙ্গালিয়ায় আবারও দুর্ঘটনা