লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় মো. এরশাদ (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের খান হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এরশাদ একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত কায়কোবাদ চৌধুরীর পুত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর।

জানা যায়, গ্রেপ্তার এরশাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার (২৯ মার্চ) গ্রেপ্তার এরশাদকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার