লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার চুনতি বাজার এলাকায় নির্মাণাধীন এক ভবন থেকে ওই চিতা বিড়ালটি উদ্ধার করেন বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি টিম। জানা যায়, নির্মাণাধীন ভবনে চিতা বিড়ালটি দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগে খবর দেন। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নুর জাহানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে চিতা বিড়ালটি উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে নিয়ে যাওয়া হয়। এই সময় সাথে ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ রেঞ্জ ও বিটের স্টাফরা।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, মূলতঃ চিতা বিড়াল ঝোপঝাড়ে থাকে। নির্মাণাধীন ভবনের পাশে ঝোপঝাড় ছিল। সেগুলো পরিস্কার করায় প্রাণীটি বাসস্থান হারা হয়ে গেছে। বিপন্ন প্রজাতির হলেও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে চিতা বিড়ালের দেখা মেলে। চিতা বিড়াল হচ্ছে ফেলিডি পরিবারের আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি স্তন্যপায়ী প্রাণী। এটির ইংরেজি নাম খবড়ঢ়ধৎফ পধঃ এবং বৈজ্ঞানিক নাম চৎরড়হধরষঁৎঁং নবহমধষবহংরং। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল১ অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই প্রজাতির বিড়ালের মাথাসহ দেহের আকার ৬০ থেকে ৬৬ সেন্টিমিটার, লেজ মাথাসহ দেহের দৈর্ঘ্যের চেয়ে সামান্য বড় এবং ওজন প্রায় তিন থেকে চার কেটি হয়ে থাকে।

উদ্ধারকৃত মেয়ে চিতা বিড়ালটি ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারান্টাইনে রাখার পর উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আ.লীগ নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধদেওয়ানহাটে মোটর গ্যারেজের দোকানে আগুন