লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন ইসমাইল হোসেন (৪৩) নামে এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরবেশহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল একই ওয়ার্ডের সওদাগর পাড়ার নুর আহমদের পুত্র ও ৪ সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইসমাইল হোসেন দরবেশহাট বাজারের একজন মাছ ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যায় তার দোকান থেকে অন্য মাছ ব্যবসায়ীদের বাল্ব জ্বালানোর জন্য বৈদ্যুতিক লাইন দিচ্ছিলেন। এই সময় তিনি অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইল হোসেনের এমন মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।