লোহাগাড়ায় বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ৫:১৭ অপরাহ্ণ

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১২টার দিকে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে ৩নং ফিডারের গ্রাহকরা এই কর্মসূচি পালন করে।

জানা যায়, তীব্র তাপদাহে ঘন ঘন লোডশেডিং ও গ্রাহক হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে ডিজিএমের সাথে মোবাইল ফোনে কথা বলে কর্মসূচি সমাপ্তি করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুসলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ ও মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর ৩ নাম্বার ফিডার এলাকার গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ফোন দেন। ফোনে তাদের সাথে কথা হয়েছে। তাদেরকে আশ্বস্ত করেছি বিদ্যুৎ সরবরাহে সমবণ্টন থাকবে। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি ঠিক সেইভাবে সরবরাহ করছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বাঘাইছড়িতে গুলিতে বাস হেলপার নিহত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শিশুর মৃত্যু নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন