লোহাগাড়ায় বাসের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মারসা পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সির চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় টেক্সিটি দুমড়ে মুচড়ে গেছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি পাননি। তারা উভয় পক্ষ দূর্ঘটনার বিষয়টি মিমাংসা করে গাড়ি সরিয়ে ফেলেছেন বলে জানান তিনি।