লোহাগাড়ায় বালু উত্তোলনে জড়িত ১২ আসামির বাড়িতে অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের সাতগড় লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের সাথে জড়িত ১২ আসামির বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপিত ১০টি পানবরজ আংশিক উচ্ছেদ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন, সাতগড় বিটের বিট কর্মকর্তা মো. মোহসিন আলী ইমরানসহ দক্ষিণ বন বিভাগের পদুয়া, মাদার্শা ও বারবাকিয়া রেঞ্জের স্টাফবৃন্দ।

জানা যায়, সাতগড় বনবিটের লম্বাশিয়াসহ চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় টাকা ও বালু উত্তোলনের সাথে জড়িত ১২ আসামিকে গ্রেপ্তার করতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। পরে লম্বাশিয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপিত ১০টি পানবরজ আংশিক ভেঙে দেয়া হয়। তবে পানবরজ স্থাপনকারীদের অনুরোধে যৌথ অভিযানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এক সপ্তাহ সময় দেয়া হয়। এরমধ্যে তারা নিজ উদ্যোগে পানবরজ অপসারণ করবেন। অন্যথায় আগামী ১৪ মে অভিযান চালিয়ে পানবরজের বাকি অংশটুকু ভেঙে দেয়া হবে।

এছাড়া আগামী ৯ মে লম্বাশিয়ায় প্রবেশের আগে কালভার্টের দুই দিকে আরসিসি পিলার বা ইটের গাঁথুনি স্থাপন পূর্বক চার চাকার গাড়ি চলাচলের পথ বন্ধ করে দেয়া হবে। এতে লম্বাশিয়ায় কোনো ডাম্প ট্রাক বা ট্রাক প্রবেশ করতে পারবে না।

চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান জানান, লম্বাশিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেহণের সুযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। এ কাজে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া বালু উত্তোলন ও পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাশিয়া এলাকায় ‘বনের ফুসফুসে বালু অস্ত্র’ শিরোনামে দৈনিক আজাদী পত্রিকার শেষ পাতায় সংবাদ প্রকাশিত হয়। একইদিন সেই লম্বাশিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিদর্শনকালে লম্বাশিয়ায় পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধে সমন্বিত উদ্যোগ ও পাহাড় কাটার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পূর্ববর্তী নিবন্ধবা ং লা দে শে র ফ ল
পরবর্তী নিবন্ধপটিয়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর