লোহাগাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষ, ১০ দিন পর আহত তরুণের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় আহতের ১০ দিন পর মো. রায়হান (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রায়হানের মৃত্যু হয়। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকার মৃত আবুল কালামের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ মে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মো. রায়হান ও মো. শোয়াইব নামে দুই আরোহী গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

এই ব্যাপারে জানতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপরিচয় মিললো নগরীতে খালে পড়ে মারা যাওয়া তরুণের
পরবর্তী নিবন্ধনাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত জেলের মৃত্যু