লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক তুলে দেন। এই সময় তিনি বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসাযাওয়ার ক্ষেত্রে আপনারা বাঁধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা আরিফুল ইসলাম। ক্ষতিগ্রস্তরা হলেন মো. নোমান, মো. জালাল ও আবদুল মালেক। জানা যায়, বন্যহাতির আক্রমণে তাদের ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমো.দেলোয়ার হোসেন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জামায়াতের সাধারণ সভা