লোহাগাড়ায় ফাঁকা ঘরে তালা ভেঙে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে ফাঁকা বসতঘরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার বসতঘর তালাবদ্ধ করে তিনি ও তার স্ত্রীসন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে যান। ঘটনার দিন বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই সময় চোরেরা বসতঘরের আলমিরায় থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা বসতঘরের দরজার তালা ভাঙা দেখে চুরির বিষয়টি তাদেরকে অবগত করেন। তিনি আরো জানান, চোরেরা বসতঘরে প্রবেশের সময় বিদ্যুৎ ছিল না। তাই বসতঘরের দরজার দিকে থাকা সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা হয়নি। পরে বিদ্যুৎ আসায় চোর চলে যাবার দৃশ্যটি ধারণ হয়েছে। তবে চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাই তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধখৈয়াছড়া ঝর্ণার কূপে আটকে যায় কলেজ ছাত্রের পা, পরে উদ্ধার
পরবর্তী নিবন্ধখুলশীতে যুবলীগ নেতা আটক