লোহাগাড়ায় প্রবাসী চার ভাইয়ের বসতঘরে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে বসতঘরের তালা ভেঙে প্রবাসী ৪ সহোদরের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। গত শুক্রবার রাত ১১টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

ক্ষতিগ্রস্তরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার মাওলানা হাবিবুর রহমানের বাড়ির মাওলানা আজিজুল হকের পুত্র হাবিবুল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম ছোটন। তারা সকলে প্রবাসী। ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম জানান, তারা ৪ সহোদর একই ভবনে থাকেন। কয়েকদিন আগে পরিবারের সকলে আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেও তিনি ও তার মা বসতঘরে ছিলেন। ঘটনার দিন রাত ৭টার দিকে বসতঘর তালাবদ্ধ করে ডাক্তারের কাছে যান। রাত ১১টার দিকে এসে বসতঘরের দরজার তালা ভাঙা ও রুমের মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। চোরেরা আলমারির তালা ভেঙে প্রায় ৩২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের দলে নতুন চেয়ারম্যান গহর আলী খান
পরবর্তী নিবন্ধশান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন